ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০
বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী জেলা প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় ব্রিজের নিচ থেকে মনি বেগম (৪০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়াগ ইউপির জুনুদপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মনি বেগম পার্শ্ববর্তী চাটখিল উপজেলার হোসেনপুর হাজী নাছির উদ্দিন পাটোয়ারী বাড়ি মৃত আবু তাহেরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জুনুদপুর গ্রামের রমিজউদ্দিন ভূঁইয়া বাড়ির পাশে ব্রিজের নিচে লাশ ভাসতে দেখে পুলিশকে খরব দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের বড় মেয়ে আছমা বলেন, তার মা কিছুদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সকালে খবর পান সোনাইমুড়ি থানায় অজ্ঞাত লাশ পাওয়া গেছে। পরে গিয়ে দেখেন অজ্ঞাত লাশটি তার মায়ের।
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো এক সময় ওই নারী পানিতে ডুবে মারা গেছেন। লাশ নোয়াখালী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST