নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস চাপায় ট্রাক্টর চালক নিহত।

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২০

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস চাপায় ট্রাক্টর চালক নিহত।

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় সুজন (২৩) নামে এক হ্যান্ড ট্রাক্টর চালক নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২ টার দিকে সোনাইমুড়ী প্রধান সড়কের আয়েশা পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনাইমুড়ি উপজেলার বগাদিয়া এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুজন উপজেলার বজরা ইউনিয়নের বগাদিয়া এলাকার হারিছ আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের ট্রাক্টর নিয়ে বগাদিয়া থেকে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল সুজন। এসময় চৌমুহনী মুখি ‘উপকূল সার্ভিসের’ একটি যাত্রীবাহী বাস সুজনের ট্রাক্টরটিকে চাপা দিলে ট্রাক্টরটি মুহুর্তের মধ্যে ধুমড়েমুছড়ে যায় এবং এতে বাস চাপা পড়ে সুজন নিহত হয়।

সোনাইমুড়ী থানার এসআই মো. ফারুক বলেন, স্থানীয় লোকজন বাসটিকে জব্দ করে থানায় খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে থানায় নিয়ে যান।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest