রিকশা আটকের বানিজ্যের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

রিকশা আটকের বানিজ্যের  বিরুদ্ধে  মানববন্ধন

রূপগঞ্জ , নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির হয়রানি ও রিকশা আটক বানিজ্য বন্ধের দাবীতে মানববন্ধন করেছে রিকশা চালক ও মালিক সমিতি ।

শনিবার দুপুরে ঢাকা টু সিলেট মহা সড়ক অবরোধ করে এ মানববন্ধন করে স্থানীয় রিকশা চালক ও মালিক সমিতি। এই সময় রিকশা চালক ও মালিকরা একত্রিত হয়ে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন রিকশা আটক করে কাঁচপুরের পুলিশ ফাঁড়িতে নিয়ে রিকশা প্রতি আদায় করা হয় ৫ হাজার ২ `শ থেকে ৪ হাজার ৫ শ টাকা।

আর টাকা দিতে না পারলে রিকশা ফেরত দেওয়া হয় না। রিকশা চালকের পক্ষে বক্তব্য রাখেন আমির হোসেন, কালাম, জাহাঙ্গীর, সুমন, আবুল হাসেম, এমদাদ, সাইদুল ইসলাম প্রমুখ। এ সময় আমির হোসেম বলেন একটি রিকশার মাধ্যমে তিনটি পরিবার খেয়ে পরে বেঁচে থাকে। রিকশা চালক , রিকশার মালিক, রিকশা মেরামত করার মিস্ত্রির পরিবার এই রিকশা আয়ের মাধ্যমে জীবিকা অর্জন করে কিন্তু পুলিশের এই রিলশা আটক বানিজ্যের কারণে সর্বহারা হয়ে যাচ্ছে শতশত পরিবার।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest