মধুপুরে আপদকালীন সময়ের জন্য উৎপাদিত নাবী জাতের ( বিনাশাইল) রোপা আপন ধানের চারা বিতরণ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

মধুপুরে আপদকালীন সময়ের জন্য উৎপাদিত নাবী জাতের ( বিনাশাইল) রোপা আপন ধানের চারা বিতরণ

মো: আ: হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে খরিপ- ২/২০২০-২১অর্থ বছরে কৃষিপূনর্বাসন কর্মসূচীর আওতায় আপদকালীন সময়ের জন্য উৎপাদিত নাবী জাতের (বিনাশাইল) রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার(৬সেপ্টেম্বর) সকাল ১১ টায় মধুপুর উপজেলা কৃষিসম্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের পচিশা ঈদগাহ মাঠে কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের চারা বিতরণ অনুষ্ঠানে মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কৃষিবিদ বি,এম রাশেদুল আলম অতিরিক্ত উপপরিচালক( পিপি) কৃষিসম্রসারন অধিদপ্তর খামার বাড়ী টাঙ্গাইল। এসময় উপস্হিত ছিলেন মো: আনিছুর রহমান উপসহকারী কৃষিকর্মকর্তা মধুপুর, মো: ইব্রাহীম খলিল
উপসহকারী কৃষিকর্মকর্তা মধুপুর , আব্দুর রহিম রাজু
উপসহকারী কৃষিকর্মকর্তা মধুপুর উপজেলা, সহ এলাকার কৃষকগন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বলেন,
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে জননেত্রী শেখ হাসিনার উন্নত রাষ্ট্র গঠনে আধুনিক কৃষির বিকল্প নেই। কৃষকদের উদ্দেশ্যে করে বলেন,সর্বোচ্চ পরিমাণের কৃষি উপকরণ দিয়ে সকল কৃষকদের সহায়তা করা হবে।তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,কোন ফসলি জমি যেন অনাবাদী না থাকে। সমস্ত জমিতে অাপনারা ফসল ফলাবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest