সেনবাগে বীর মুক্তিযোদ্ধা জাপা নেতা আবদুস সাত্তারের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০

সেনবাগে বীর মুক্তিযোদ্ধা জাপা নেতা আবদুস সাত্তারের দাফন সম্পন্ন

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন সম্পন্ন হলো উপজেলার চাঁদপুর গ্রামের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক, চট্রগ্রাম বন্দরের সাবেক শ্রমিক নেতা, লেখক, কবি ও বীর মুক্তিযোদ্ধা
আলহাজ্ব আব্দুস সাত্তারের।

করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্হ থাকার পর আজ সকাল ৯ ঘটিকার সময় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি…রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সেনবাগ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ গোলাম কবির,উপজেলা আওয়ামীলীগ নেতা আবু নাছের ভিপি দুলাল, উপজেলা জাতীয় পাটির নেতা তালেবুজ্জামান,পৌর জাতীয় পাটির নেতা মোঃ মোস্তফা,মোঃ হারুন,মোঃফখর উদ্দিন,সেনবাগ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুর রহমান সহকারী শিক্ষা অফিসার আলী আসগর,সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাষ্টার মনিরুল ইসলাম,সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম,মুক্তিযোদ্দা আবু তাহের,হাজী ওবায়দুল্লাহ সহ বিভিন্ন জন প্রতিনিধি,শিক্ষক,রাজনৈতিক নেতা,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দগণ।

মরহুম আব্দুস সাত্তারের প্রথম জানাযা বাদ যোহর চট্রগ্রাম পোর্ট কলোনী, দ্বিতীয় জানাযা এল ব্লক নিজ বাসভবনের সামনে এবং তৃতীয় জানাযা সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের সময় মরহুমের নিজগ্রামে চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শ্রমিক নেতা আব্দুস সাত্তার সেনবাগের হালিমা -সাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, হালিমা -সাত্তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা এবং বান্দরবন জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন বাবুর পিতা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest