নোয়াখালীতে ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার!!

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৯

নোয়াখালীতে ডোবা থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার!!

এফ এম শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোস্তান নগর সংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত (২৮), এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ২নং ওয়ার্ড চরতরাব আলী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে,আজ সকালে মোস্তান নগর সংলগ্ন চরতরাব আলী গ্রামের ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পঁচা গন্ধ পায় স্থানীয়রা।পরে তারা ডোবার কাছে গিয়ে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, লাশটি গলে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ বিষয়টিকে খতিয়ে দেখছে।##


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest