মিরসরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার!

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

মিরসরাইয়ে এক অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার!

রায়হান হোসাইন, চট্টগ্রাম মহানগর প্রধান-

চট্টগ্রাম জেলার মিরসসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ব্যক্তির আনুমানিক বয়স ২২ বছর। 

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ২ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় ওমেরা গ্যাস কারখানা এলাকার একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। লাশের গলা আংশিক কাটা রয়েছে। 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, শনিবার বেলা ২ টায় জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড় এলাকায় একটি পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

পরে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশের গলা আংশিক কাটা ছিল। ধারণা করা হচ্ছে কেও মেরে লাশটি ওই স্থানে ফেলে গেছে। ওই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও লাল রংয়ের ফুলহাতা শার্ট রয়েছে। উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest