১০ হাজার পিস ইয়াবাসহ আটক ০২

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

১০ হাজার পিস ইয়াবাসহ আটক ০২

রায়হান হোসাইন, চট্টগ্রাম মহানগর প্রধান-

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) তাদের গ্রেফতারের বিষয়টি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার দুই ইয়াবা ব্যবসায়ী হলেন- রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন বোধগড়া এলাকার সবির উদ্দিনের ছেলে মো. দেলোয়ার হোসেন (২২) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন চরবংশী এলাকার ফজলুল করিম দেওয়ানের ছেলে মো. মোফাজ্জল হোসেন।  

পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে।

চুনতি ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, গ্রেফতার দুইজন কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসছিলেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest