ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
রায়হান হোসাইন, চট্টগ্রাম মহানগর প্রধান-
নগরীর লালখান বাজার মোড়স্থ আখতারুজ্জমান ফ্লাইওভারে মো. রায়হান (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার এই দুর্ঘটনা ঘটে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান জানান, লালখান বাজার থেকে মুরাদপুরের দিকে যাওয়ার পথে গরীবউল্লাহ শাহ মাজারের কাছে পিকআপ ভ্যানকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুত গতির মোটরসাইকেল। এতে পড়ে গিয়ে মোটরসাইকেল আরোহী রায়হান গুরুতর আহত হন।
তিনি বলেন, পুলিশ মোটরসাইকেল আরোহী রায়হানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. রায়হান বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST