ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
চট্টগ্রাম মহানগর প্রধান ঃ-
ইয়াসমিন পরিচয় দিয়ে বাংলাদেশি নাগরিক সেজে পাসপোর্ট করতে আসা এক রোহিঙ্গা কিশোরীকে আটক করা হয়েছে। ওই রোহিঙ্গা কিশোরী আবেদনে নিজেকে হাটহাজারী উপজেলার কাটিরহাট সোনাগাজী তালুকদার বাড়ির মঈন উদ্দিন আহমেদ এবং সাবিনা ইয়াসমিনের মেয়ে বলে উল্লেখ করেন।
বুধবার (৭ অক্টোবর) নগরের মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান, ওই কিশোরী পাসপোর্টের আবেদনে চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা উল্লেখ করেন। তবে ডেস্কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি নাম-ঠিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন।
তিনি বলেন, পরে আমরা ওই কিশোরীর আঙুলের ছাপ নিই। সেই ছাপ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজনের ছাপের সঙ্গে মিলে যায়। এরপর আমরা তার আসল পরিচয় নিশ্চিত হই। তিনি নিজেও স্বীকার করে নেন। তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST