ঢাকা ৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে জেলা শহরের সোনাপুর বাস কাউন্টার থেকে নাছরিন আক্তার (২২) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার নিখোঁজ হওয়া প্রবাসীর স্ত্রীর এ রিপোর্ট লেখার সময় শনিবার বিকেল ৫ টা পর্যন্ত এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার এ ঘটনায় প্রবাসীর স্ত্রীর বাবা বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। নিখোঁজ নাছরিন আক্তার হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের আজিজিয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, দু’বছর আগে হাতিয়ার চরকিং ইউনিয়নের আফাজিয়া গ্রামের আবুল কাশেমের সৌদি প্রবাসী ছেলে তামজিদ হোসাইনের সঙ্গে নাছরিন আক্তারের বিয়ে হয়। কিছুদিন থেকে নাছরিন পেটের ব্যথায় ভুগছিলেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে নিয়ে চিকিৎসার জন্য হাতিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন তার বাবা আব্দুর রহমান। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় আসলে নাছরিনের বমির ভাব দেখা দেয়।
এ সময় তার বাবা মেয়েকে একুশে বাস কাউন্টারে রেখে ট্যাবলেট আনতে যান। ৫-১০ মিনিট পর ফিরে এসে দেখেন নাছরিন সেখানে নেই। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পাননি। পরে বাবা আবদুর রহমান সুধারাম মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর থেকে পুলিশ তার সন্ধানে খুঁজতে কাজ করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST