ফটিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার!

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৪, ২০২০

ফটিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার!

রায়হান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় প্রধানঃ-

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় শ্বশুর বাড়ি থেকে খদিজা আক্তার (৪২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ভূজপুরের নারায়ণহাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত খদিজা স্থানীয় বাসিন্দা মো. সেলিমের স্ত্রী। খদিজার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
খদিজার ভাই দিদারুল আলম জানান, তার বোনকে নির্যাতন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি পুলিশ।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যার ঘটনা হলে মামলা নেওয়া হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest