রিকশা চালক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ!!!!

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০

রিকশা চালক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ!!!!

রায়হান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় প্রধান ঃ-

চট্টগ্রামে মাদক মামলায় সাজা হওয়ার পর চার বছর ধরে পলাতক থাকা আসামিকে গ্রেফতার করতে অভিনব কৌশল অবলম্বন করেছে পুলিশ। রিকশা চালক সেজে পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার (২০ অক্টোবর) ওই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসামির নাম আবু বক্কর ছিদ্দিক মামুন (৪০)। তিনি নগরের কোতোয়ালী থানাধীন ঘাটফরহাদবেগ হাজী হাকিম আলী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আবু বক্কর ছিদ্দিক মামুন মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
ওই বছরের নভেম্বরে তিনি বাকলিয়া থানা পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হন। ২০১৭ সালের জানুয়ারি মাসে চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।
একই রায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এ রায় ঘোষণার আগ থেকেই মামুন পলাতক ছিলেন।
ওসি জানান, মামুনের বাসার ঠিকানা অনুযায়ী সাজা পরোয়ানা পাঠানো হয় কোতোয়ালী থানায়। এর পর থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। মামুন নানা কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest