কোম্পানীগঞ্জে পূজামণ্ডপে উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন

প্রকাশিত: ১১:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২০

কোম্পানীগঞ্জে পূজামণ্ডপে উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শন

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধিঃ

শুরু হলো শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আজ শুক্রবার মহাসপ্তমীতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শ্রী-শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্স’র পূজামন্ডপে করোনা মহামারী থেকে মুক্তি লাভের প্রত্যাশা ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করেছে পূজা উদযাপন পরিষদ নেতারা।

আজ সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় বসুরহাট শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমপ্লেক্সের পূজা মণ্ডপে আলোর প্রদীপ জ্বালিয়ে দেবীর চরণে এক বিশেষ প্রার্থনা শেষে উপজেলা নির্বাহী অফিসার পূজামণ্ডপ পরিদর্শন করেন ।

এ সময়ে উপস্থিত ছিলেন ,চট্রগ্রাম মেট্রােপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কান্তি দেবনাথ, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর,থানা অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান ,অফিসার ইনচার্জ (তদন্ত ) রবিউল হক, হিন্দু ,বৌদ্ধ ,খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অর বিন্দ ভৌমিক ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কমল কান্তি মজুমদার ,সিপিবি সভাপতি বিমল চন্দ্র মজুমদার ,পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা নীরেন্দ্র কুমার শীল, কোম্পানীগঞ্জ উপজেলা হিন্দু,বৌদ্ধ , খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি সন্তোষ কুমার মজুমদার , পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল চন্দ্র দে ,
সাধারণ সম্পাদক দিপক সূত্রধর সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শনকালে যাদের মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।

উদযাপন পরিষদের এক সদস্য বলেন , করোনাভাইরাস সৃষ্ট রোগ কোভিড়-১৯ মহামারী পরিস্থিতির কারণে এবার দূর্গোৎসব হচ্ছে সীমিত আকারে ।স্থাস্থ্যবিধি মেনে সাত্ত্বিক আচারের মাধ্যমে এবার পূজা হচ্ছে।

শনিবার হবে মহাঅষ্টমী। এরপর রবিবার মহানবমী ও সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন’র মাধ্যমে পাঁচ দিনব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest