মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চাপরাশিরহাট ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২০

মহানবী (সঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চাপরাশিরহাট ইউনিয়নে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধি

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নবী করীম সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত হানার প্রতিবাদে নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে সর্বস্তরের মুসলিম জনতার উদ্যোগে চাপরাশিরহাট পশ্চিম বাজারে এক বিক্ষোভ মিশিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১অক্টোবর) বাদ মাগরিব নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন টিটুর সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি চাপরাশিহাট পশ্চিম বাজার থেকে শুরু হয়ে চাপরাশিহাট পূর্ব বাজার হয়ে পুনঃরায় পশ্চিম বাজারে রাসেল চত্বরে এসে শেষ হয় পরে চাপরাশিরহাট রাসেল চত্বরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্সে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় হযরত মুহাম্মদ (স.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে দুইশ কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে, বাংলাদেশ ৯২ ভাগ মুসলমানের দেশ আমরা সরকারের প্রতি দাবি জানাচ্ছি অনতিবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের মাধ্যমে রাষ্ট্রিয়ভাবে নিন্দা জানানো হোক।

নেতৃবৃন্দ ফ্রান্সের সাথে বাংলাদেশের সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্স সরকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক নিন্দা, ইসলাম ও রাসূল সা.কে অবমাননার জন্য ফ্যান্সের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে বিশ্ব মুসলিমের কাছে ক্ষমা প্রার্থণা, অবিলম্বে ওআইসিতে ফ্যান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন ও বাংলাদেশে ইসলাম ও মহানবী সা. বিরুদ্ধে কটুক্তি বন্ধে কঠোর শাস্তির আইন প্রণয়ন করার জন্য জোর দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন,
স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন টিটু, ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক শাহরিয়ার পেয়ার,
চাপরাশিরহাট এ.রব ফাজিল মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা ইসহাক, বাইতুল শাহী জামে মসজিদের খতিব হাফিজ নূর উদ্দিন গাজি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest