সেনবাগে স্বাধীনতা যুদ্ধে নিহত ৬ জনকে শহীদের তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন।

প্রকাশিত: ৯:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০

সেনবাগে স্বাধীনতা যুদ্ধে নিহত ৬ জনকে শহীদের তালিকায় অন্তর্ভূক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন।

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত ৬ জনকে শহীদের তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রব চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা আবদুর রব সহ এলাকাবাসীর উদ্যোগে ১৩ নভেম্বর শুক্রবার বিকালে স্থানীয় ফকির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধে নিহত শংকর কুমার মজুমদারের ছেলে তপন কুমার মজুমদারের সভাপতিত্বে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সাংবাদিক সম্মেলনে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত আবু তাহেরের পক্ষে তার ভাই আবু জাহের, শংকর কুমার মজুমদারের পক্ষে তার প্রতিবেশী মোঃ মফিজ, করুণা কুমার ভৌমিকের পক্ষে তার ছেলে নিকুঞ্জ কুমার ভৌমিক, ভূষণ নাথের পক্ষে তার বড় ভাই,খুকু মণির পক্ষে তার ছেলে অতুল চন্দ্র দেবনাথ ও জ্যোতিষ কুমার সূত্রধরের পক্ষে তার বড় ভাই ছায়া কান্ত সূত্রধর বিস্তারিত তুলে ধরেন।
মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত স্বজনদের ,বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর একটাই দাবী মাননীয় প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে যাতে উল্লেখিত ৬ জনকে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এ ছাড়াও উক্ত ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগী ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সেলিম উদ্দিন কাজল নিহতদের পরিবারের সদস্যদের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে ও তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest