ঢাকা ১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
বুরহান উদ্দিন মুজাক্কির
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর হাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছায়েদ এর স্মৃতি ধরে রাখার পাশাপাশি এলাকার মানুষদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সভ্যতায় সজিব করে তোলার লক্ষ্যে ওনার সন্তান আমেরিকা প্রবাসী এ,এস,এম মাঈন উদ্দিন পিন্টু স্থানীয় সুধিজনদের নিয়ে ২০১৩ সালে প্রতিষ্ঠা করেন আবু ছায়েদ জাহান ফাউন্ডেশন।
প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশন অত্র এলাকার মানুষের মৌলিক অধিকার ও সমাজসেবার ক্ষেত্রে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।
মরহুম আবু ছায়েদ চেয়ারম্যানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ২০২০,
আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে আবু ছায়েদ জাহান ফাউন্ডশন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টার সময় কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয় মাঠে আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান এ.এস.এম মাঈন উদ্দিন পিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, এসময় আরো উপস্থিত ছিলেন আবু ছায়েদ জাহান ফাউন্ডেশনের আহবায়ক মোঃ রফিক খাঁন, চর হাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর একান্ত সহকারী মোঃ জাহাঙ্গীর কবির, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল করিম জুয়েল সহ রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST