ঢাকা ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
ফখরুদ্দিন মমোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার উদ্যোগে গত ২৬ নভেম্বর থেকে আজ রবিবার(৫ জানুয়ারি) ১১তম দিনের মতো কর্মবিরতি পালন করা হয়।
১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা ও ২০১৮ সালে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারি ২০২০ইং তারিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি-
স্বাস্থ্য পরিদর্শক-১১,সহকারী স্বাস্থ্য পরিদর্শক -১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসন, টেকনিক্যাল পদ মর্যাদার দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সেনবাগেও এ কর্মবিরতি পালন চলছে।
“মুজিববর্ষের অঙ্গীকার- দাবী মোদের টেকনিক্যাল।
প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো-ভ্যাকসিনেটর কেন জিরো”।নানা শ্লোগানে-শ্লোগানে মুখরিত করে তোলেন সেনবাগের ভ্যাকসিনেটরা।বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সেনবাগ উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ সংক্ষিপ্ত আলোচনায় তারা তাদের দাবী-দাওয়াগুলো মিডিয়া কর্মীদের সামনে তুলে ধরেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST