তেঁতুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় প্রশাসন কর্মকর্তাদের প্রতিবাদ ll

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০

তেঁতুলিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় প্রশাসন কর্মকর্তাদের প্রতিবাদ ll

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’-এই ¯স্লোগানে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানালো পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধিরা। শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসন চত্বরে এ বিক্ষোভ প্রতিবাদের আয়োজন করে উপজেলা প্রশাসন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, মডেল থানার ওসি জহুরুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. আবুল কাশেম, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, প্রকৌশলী আবু সাঈদ, এরশাদ হোসেন জুলফিকার ও কাজী মতিউর রহমান।

প্রতিবাদ সভায় অংশ নেন সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানসহ । উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ এখানে দাঁড়াতেও লজ্জাবোধ হচ্ছে। যার জন্ম না হলে, বাংলাদেশ হতো না। যার নেতৃত্ব না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই মহানায়কের ভাস্কর্য তৈরিতে বাধা দিচ্ছে একশ্রেণির ধর্ম ব্যবসায়ী মৌলবাদীরা। রাতের অন্ধকারে জাতির পিতা ভাস্কর্য ভেঙ্গে উদ্ধত দেখিয়েছে। আমরা প্রশাসনের পক্ষ হতে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest