সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের বার্ষিক কবি-লেখক মিলনমেলা অনুষ্ঠিত

রংপুর থেকে আবু নাসের সিদ্দিক তুহিন। —

সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ ও সাফল্য প্রকাশনীর আয়োজনে গত ১২ ডিসেম্বর, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশের বার্ষিক কবি লেখক মিলন মেলার শুভ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুরের ব্র্যাক লার্নিং সেন্টার মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত এ কবি-লেখকদের মিলন মেলা দুই অধিবেশনে বিভক্ত ছিল।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কবি দেলোয়ার হোসেন রংপুরী। এ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের বিশিষ্ট কবি এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এম,পি(৩৩২ মহিলা আসন-৩২)।

প্রধান আলোচক ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক, জাতীয় কবিতা মঞ্চ, ঢাকার সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামী। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার, বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি জয়িতা কবি নাসরিন নাজ। দুই পর্বে বিশেষ অতিথি ছিলেন কবি সাবেদ আল সাদ, ছড়াকার জিসান মেহবুব, উপদেষ্ঠা ফখরুল আনাম বেঞ্জু, লেখক,গবেষক রেজাউল করিম মুকুল, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন,সাংবাদিক আফতাব হোসেন,সাংবাদিক সুশান্ত ভৌমিক, কবি ড,সুলতান তালুকদার, কবি এটিএম মোর্শেদ, বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম রবি, কবি আব্দুর রউফ চৌধুরী , কবি নাজিরা পারভীন টপি,কবি নুরুন্নাহার বেগম, শিল্পী আহসানুল হাবিব, কবি নাসরিন সুলতানা রেখা, কবি জুনায়েদ আহমেদ সৈকত,কবি সাহিনা সুলতানা, কবি নাহিদা ইয়াসমিন,কবি খেয়ালী মোস্তফা সহ, অনেক সাহিত্য ব্যক্তিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন। অনুষ্ঠানে রংপুর বিভাগের আট জেলা সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক লেখক কবি নিরাপদ দুরত্ব বজায় রেখে অংশ গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন জেলায় সাহিত্যকে এগিয়ে নিতে নিরলস কাজ করার অবদান রাখায় সাহিত্যে একজন ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় একজন সহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গণে বিশেষ অবদান রাখার জন্য মোট ২৩ জন কবি-লেখক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও শ্রেষ্ট সংগঠককে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, আগামীতে দুটি সাহিত্য সম্মেলন ও কবিতা উৎসব দিনাজপুর ও বগুড়ায় অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কবি এ্যাড,জাকিয়া তাবাসসুম জুঁই এম,পি ও বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি বাদল রহমান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest