চাঁদপুরে হাজীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা ll

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০

চাঁদপুরে হাজীগঞ্জে যুবককে গলা কেটে হত্যা ll

সিমরান হোসেন সচিন
শাহরাস্তি চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মজনু (৩০)।

মঙ্গলবার সকালে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। নিহত মজনুর ওই গ্রামের গাইন বাড়ির আমিন মিয়ার ছেলে। মজনু টোড়াগড় গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকত।

এলাকাবাসী জানান, রাতে দুর্বৃত্তরা বাসায় ঢুকে প্রথমে তার বৃদ্ধ মাকে বেঁধে ফেলে। পরে তারা মজনুকে গলা কেটে হত্যা করে। একপর্যায়ে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা হাতিয়ে নেয়। তারা তাকে খুন করে বাসায় ডাকাতি করে।

হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, রাতে কে বা কারা তাকে হত্যা করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গলাকাটা মরদেহটি উদ্ধার করেছে। ঘটনাটি উদ্ঘাটনের জন্য পুলিশের একটি দল কাজ অব্যাহত রেখেছে বলে জানান ওসি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest