নোয়াখালীর ​সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০

নোয়াখালীর ​সেনবাগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি।

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ শহরের পূর্ব বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ২৩ ডিসেম্বর বিকালে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।

ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে শফিউল্যার লেপ তোষকের দোকান (সাইফুল বোডিং) এর বিদ্যুৎ শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী আল আমিন ওয়েল মিল ও বিসমিল্লাহ ফার্ণিচারে ছড়িয়ে পড়ে।

এ সময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত মালামাল সরিয়ে নেওয়া।
এসময় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা এগিয়ে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের এক দল টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest