ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২০
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ শহরের পূর্ব বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার ২৩ ডিসেম্বর বিকালে ঘটে যাওয়া এ অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।
ঘটনাস্থল ও স্থানীয় সূত্রে জানা যায়- বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে শফিউল্যার লেপ তোষকের দোকান (সাইফুল বোডিং) এর বিদ্যুৎ শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা পাশ্ববর্তী আল আমিন ওয়েল মিল ও বিসমিল্লাহ ফার্ণিচারে ছড়িয়ে পড়ে।
এ সময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত মালামাল সরিয়ে নেওয়া।
এসময় স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা এগিয়ে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর চৌমুহনী থেকে ফায়ার সার্ভিসের এক দল টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST