চিতলমারীতে মুজিববর্ষের উপহার জমিসহ পাঁকা ঘর পেয়েছে ১৭ পরিবার

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১

চিতলমারীতে মুজিববর্ষের উপহার জমিসহ পাঁকা ঘর পেয়েছে ১৭ পরিবার

তাসনিম ইসলাম মাহি
চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ পাঁকা ঘর পেয়েছে ১৭ পরিবার। শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ম ভবণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারে ০২ শতাংশ খাস জমি বন্দোবস্তের দলিল সহ পাঁকা ঘরের চাবি প্রদান করে শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম।


এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, চিতলমারী থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক। এছাড়াও ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব নিজাম উদ্দিন শেখ, অর্চনা দেবী বড়াল ঝর্ণা, কাজী আজমীর আলী সহ প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম জানান, উপজেলার ৭ ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীনদের তালিকায় ৪৪১ জনের নাম রয়েছে, সেখান থেকে প্রথম পর্যায়ে ১৭ পরিবার জমি সহ পাঁকা ঘর পেয়েছেন। বাকী ক ও খ তালিকায় যাদের নাম রয়েছে তারাও পর্যায়ক্রমে ঘর পাবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest