দাকোপে হরিণের মাংসসহ গ্রেফতার ২

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

গোলাম মোস্তফা খান : খুলনার দাকোপে ১১ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায়ের নেতৃত্বে একটি টিম উপজেলার পানখালী এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় মাসুদের দোকান সংলগ্ন রাস্তার উপর থেকে হরিণের মাংস ও মটর সাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন খুলনা খানজাহান আলী থানার আটরা পালপাড়া এলাকার খান গোলজার আহম্মেদের ছেলে খান মুজিবুল সুলতান (৩৩) ও ফরিদপুর জেলার পিচনাইল থানার সালতী এলাকার আয়নাল ফকিরের ছেলে টিটু হোসেন (২৪)। দাকোপ থানার অফিসার ইনচার্জ সেখ সেকেন্দার আলী বলেন, জব্দকৃত আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে। যা দাকোপ থানার মামলা নং ১৩।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest