দীর্ঘ বিরতির পর আবার পরিচালনা ll

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

দীর্ঘ বিরতির পর আবার পরিচালনা ll

বিনোদন প্রতিনিধিঃ জীবনের দীর্ঘ ১০ বছর পার করেছে সহকারী পরিচালক হিসেবে। সহকারী হিসেবে কাজ করেছে বাংলাদেশের স্বনামধন্য সব পরিচালকদের সাথে। জুয়েল মাহমুদ, মেহেদী হাসান টিংকু, নজরুল ইসলাম কোরেশী, নিয়াজ মাহবুব, মোহাম্মদ জুয়েল রানা ও জনপ্রিয় নাটক যমজের পরিচালক আজাদ কালাম প্রমুখ সব ব্যক্তিদের সাথে। এটিএন বাংলার জনপ্রিয় ধারাবাহিক নাটক ডিবিছিল তার শেষ কাজ যার পরিচালক হচ্ছেন জাহাঙ্গির আলম সুমন। হঠাৎ করে জীবন ও জীবিকার তাগিদে পরিবারের ইচ্ছায় কিছুটা বিরতি মিডিয়া পাড়া থেকে। হয়তো কাছের মানুষদের সাথে আড্ডা হয়নি একসাথে। গল্প নিয়ে, কাজ নিয়ে আলোচনা করা হয়নি কিন্তু যোগাযোগটা ছিল। অনেকেই ভেবেছিল মিডিয়া থেকে বিদায় নিয়েছে। কখনো কারো প্রশ্নের উত্তর দেয়নি, কেন মিডিয়া থেকে দূরে আছে। কারন সে জানে তার জীবনের লক্ষ্য কি? তাই বিরতি শেষ করে আবার শুরু করে মিডিয়ার পথ চলা। তবে এবার আর সহকারী হিসেবে নয়। প্রথম বারের মত নাটক পরিচালনা করার যুদ্ধটা শুরু করে দেয়। অনেকটা সময়ের পরে ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক মুরাদ পারভেজের সুন্দর একটি গল্প নিয়ে যাত্রা শুরু করল। বলছিলাম পরিচালক এস. এম. এ. পারভেজ এর মিডিয়া জীবনের গল্প। তবে পরিচালক তার মতামত জানিয়ে বলেছেন- ”মিডিয়ার জায়গাটা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে। এখন এখানে আর শিল্প চর্চা হয় না। আবার সুন্দরভাবে কাজ করব এই মন মানসিকতা নিয়ে মুরাদ পারভেজের ”প্রত্ননারী” গল্পটা নিয়ে মিডিয়ায় ফিরে আসলাম। এছাড়া নতুন করে কাজ শুরু করার জন্য আমাকে উৎসাহিত করেছে আমার স্ত্রী। আমি কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার প্রতি।যদি আমার ভাই বন্ধু শুভাকাঙক্ষীরা আমার কাজ দেখে উৎসাহিত করেন তবে আমি মিডিয়াতে নিয়মিত কাজ করতে চাই। ভালো কিছু কাজ তাদেরকে উপহার দিতে চাই। যদিও ভালো কাজ করার জন্য বাজেটের অনেক প্রতিবন্ধকতা থাকে। আমি চেষ্টা করবো এই সব প্রতিবন্ধকতা কাটিয়ে ভালো ভালো কাজ করার।“
”প্রত্ননারী” সুন্দর একটি রোমান্টিক গল্প। এতে অভিনয় করেছেন সজল, প্রভা, সঞ্চিতা দত্ত, তাসনিম তাসফি এবং আরও অনেকে। নাটকটি আসছে ভালবাসা দিবসে ভালোবাসা নিয়ে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest