তেঁতুলিয়ায় গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক l

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

তেঁতুলিয়ায়  গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক l

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
তেঁতুলিয়ায় দুটি গাজার গাছ সহ সাইদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার সদর ইউনিয়নের ডাংগাপাড়া গ্রামের বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আব্দুল সামাদের পুত্র।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, বুধবার সকাল সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে ডাংগাপাড়া গ্রামের এক বাড়িতে গাজার চাষ হচ্ছে। এমন খবরের ভিত্তিতে এস আই ইয়াকুব ও এ এস আই তাহমিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় দুটি গাজা গাছসহ সাইদকে আটক করা হয়। সাঈদ বাড়ির ভিতর ঘরের আঙিনায় গাঁজার চাষ করে গাজা বিক্রি করে আসছিলেন।

এ বিষয়ে থানায় ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) সারনির ১৮ (ক) ধারায় মামলা করা হয়েছে। দুপুরে তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest