আবারো শুরু হলো বদমাইশ পোলাপাইন সিজন টু

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

আবারো  শুরু হলো বদমাইশ পোলাপাইন সিজন টু

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : বর্তমান সময়ের জনপ্রিয় ওয়েব সিরিজ বদমাইশ পোলাপাইন সিজন টু বৃহস্পতিবার থেকে আবারো শুরু হলো । সিরিজটি পরিচালনা করেন মাবরুর রশীদ বান্নাহ। এর কাহিনীচিত্র মোসাব্বের হোসেন মুয়ীদ এর । The Ajaira LTD এর ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পায় ।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ফজলুর রহমান বাবু ,মারজুক রাসেল ,আয়েশা সালমা মুক্তি ,প্রত্যয় হিরণ ,তানজিম হাসান অনিক ,সাগর হুদা ,মাখনুন সুলতানা মহিমা ,রায়হান খান ,আহসান হাবিব নিলয় ,রাশেদ এমরান ,তানবির নিলয় ,তৌফিকুল হাসান নিহাল প্রমুখ।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ জানান , আমার এই কাজটি খুব ভালো হয়েছে। বিশেষ করে সিজন-১ সবাই দেখেছে তাই আমরা সিজন টু করেছি। আশা করি এটা দর্শকদের ভালো লাগবে।

প্রত্যয় হিরণ বলেন ,আমরা দর্শকের ভালোবাসা পেয়েছি। তাই আরো কাজ করছি। এটা যদি দর্শকের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন। তাহলে আমাদের কাজের সার্থকতা বাড়বে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest