কুড়িগ্রাম সদরের কুখ্যাত মাদক সম্রাট গফুর আটক l

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

কুড়িগ্রাম সদরের  কুখ্যাত মাদক সম্রাট গফুর আটক l

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে হেরোইনসহ কুখ্যাত মাদক সম্রাট গফুর বেলাকি ওরফে মসলাগফুর(৪০)কে আটক করেছে সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমের কুটি মাস্টারের হাট এলাকায় এসআই আমিনুল, কাইয়ুম ও এএসআই শাহিন অভিযান চালিয়ে মাদক সম্রাট গফুর বেলাকি ওরফে মসলাগফুরের নিজবাড়ী থেকে তিন গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

এ বিষয়ে থানার এসআই প্রলয় কুমার বর্মা জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার(১৩ ফেব্রুয়ারি) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।তার বিরুদ্ধে চারটি মাদক মামলা রয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest