শুভ জন্মদিন সুবাহ l

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

শুভ জন্মদিন সুবাহ l

মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি : মডেল-অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। স্বল্প দিনের ক্যারিয়ারে কাজ করেছেন পাঁচটি চলচ্চিত্রে। মুক্তির অপেক্ষায় আছে দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’, রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’, মোহাম্মদ আসলামের ‘বদলা’ ও ‘সমাধান’, মান্নান গাজিপুরীর ‘মন বসেছে পড়ার টেবিলে’। হাতে রয়েছে জয় সরকারের ‘মতি বানু’। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সুবাহর জন্মদিন। জন্মদিন উপলক্ষে আজ রাতে কাছের কিছু মানুষদের নিয়ে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করবেন।

সুবাহ বলেন, আজ আমার জন্মদিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি। সামনে ভালো কিছু সিনেমা মুক্তি পাবে, আপনারা হলে গিয়ে সিনেমাগুলো দেখবেন। দর্শকদের হলে গিয়ে সিনেমাটি দেখার অনুরোধ রইল।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest