পৃথিবীর ৫টি দেশের মধ্যে খুলনাকে Health-city গড়তে বেছে নিয়েছে।

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১

পৃথিবীর ৫টি দেশের  মধ্যে খুলনাকে Health-city  গড়তে বেছে নিয়েছে।

গোলাম মোস্তফা খান,খুলনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর ৫টি দেশের মধ্যে বাংলাদেশের খুলনাকে #Healthy_City গড়ার লক্ষ্যে বেছে নিয়েছে । এই উপলক্ষে হোটেল সিটি ইন এ মাননীয় মেয়র সিটি কর্পোরেশন, জনাব তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা অধ্যাপক সেব্রিনা ফ্লোরা , লাইন ডিরেক্টর, নন কমিউনিকেবল ডিজিজ, ডা রোবেদ আমিনসহ খুলনার সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন ডা নিয়াজ মোহাম্মদ সিভিল সার্জন খুলনা। উপস্থিত ছিলেন ডা রাশিদা সুলতানা, সম্মানিত পরিচালক স্বাস্থ্য, খুলনা বিভাগ।

আগামী ২৮ শে ফেব্রুয়ারির ভিতরে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য টেকনিক্যাল কমিটি কে দায়িত্ব প্রদান করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest