ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১
মোঃ হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি(দিনাজপুর) :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
রোববার(২১ ফেব্রুয়ারি) সকালে হাবিপ্রবি সাংবাদিক সমিতি’র উপদেষ্টা এবং সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান’র নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করেন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা।
এ সময় হাবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মো. ফজলুল হক,জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড শ্রীপতি সিকদার, কার্যকরী সদস্য মোঃ আবু সাহেব,মোঃ মাসুদ রানা ও মোঃ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মিরাজুল আল মিশকাত বলেন, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নিজ মাতৃভাষায় কথা বলতে পারছি সে সকল ভাষা শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান বলেন, ভাষা শহীদরা যে উদ্দেশ্য নিয়ে বাংলা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন আমাদের উচিত সেই বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখা অর্থাৎ বিকৃত বাংলা উচ্চারণ পরিহার করা ও বানানের প্রতি যত্নশীল হওয়া।
এদিকে প্রভাতফেরি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড বিধান চন্দ্র হালদার।এরপর ক্রমান্বয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, প্রগতিশীল শিক্ষক ফোরাম, ডীনবৃন্দ, অনুষদীয় সমিতি সমুহ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদ, সাংবাদিক সমিতি, শাখা ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST