ফটিকছড়ি উপজেলার, ভুজপুর থানার সুয়াবিলে যথাযথ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে প্রাক্তন ছাত্র পরিষদ l

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১

ফটিকছড়ি উপজেলার,  ভুজপুর থানার  সুয়াবিলে যথাযথ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  পালন করেছে প্রাক্তন ছাত্র পরিষদ l

ফটিকছড়ি: যথাযথ মর্যাদায় মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোরে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন ছাত্র পরিষদ সুয়াবিল উচ্চ বিদ্যালয়।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে নাজিরহাট পৌরসভাধীন সুয়াবিল এলাকায় সুয়াবিল উচ্চ বিদ্যালয় সংলগ্ন নবনির্মিত শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন ছাত্র পরিষদ।এরপর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

মাতৃভাষা রক্ষার আন্দোলনে প্রাণ উৎসর্গকারীদের স্মরণ করতে একুশে ফেব্রুয়ারির সকালে শহিদ মিনারে শতশত মানুষের ঢল নামে।সকল বয়সী শ্রেণি-পেশার মানুষ শহিদ বেদীতে পুষ্পস্তবক ও ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহিদদের স্মরণ করেন।

এ সময় অমর একুশের কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” বাজানো হয়।তারা কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি ফজলুল হক,সহকারী পধান শিক্ষক নুরুল ইসলাম,সহকারী শিক্ষক খোরশেদুল আলম,প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাষ্টার মুহাম্মদ ওসমান গণি,সহ-সভাপতি আলি নেওয়াজ সুমন,সাধারণ সম্পাদক মীর এইচ এম আইয়ুব,যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল হক বাপ্পা,সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুন নবী রুবেল,সাংগঠনিক সম্পাদক ফিরুজ খান রাফি, অর্থ সম্পাদক মাঈন উদ্দিন,সহ-সমাজ কল্যাণ সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest