কামারখোলা ইউনিয়নের ৫ প্রার্থীর নৌকা পেতে দৌড় ঝাপ l

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১

কামারখোলা ইউনিয়নের ৫ প্রার্থীর নৌকা পেতে দৌড় ঝাপ l

গোলাম মোস্তফা খান,দাকোপ
দাকোপ উপজেলার কামারখোলা ইউনিয়ন নির্বাচন নিয়ে আলোচনা,জল্পনা,কল্পনার শেষ নেই। ভোর থেকে গভির রাত পর্যন্ত হাটে,মাঠে,ঘাটে,বাজারে বিশেষ করে চায়ের আড্ডায়
নতুন,পুরাতন সকল প্রার্থীদের নিয়ে এবার চুলচেরা বিশ্লেষন চলছে। পাশাপাশি আর একটি বড় আলোচনা নৌকা পেতে যাচ্ছেন কোন প্রার্থী। নৌকার দাবিদার হিসাবে যারা মাঠে আছেন তারা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান তরুন আওয়ামীলীগনেতা,দাকোপ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক,সাবেক ছাত্রলীগ সভাপতি পঞ্চানন মন্ডল,সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগনেতা,বিশিষ্ঠ সমাজসেবক সমরেশ রায়,উদিয়মান সমাজসেবক যুবলীগনেতা,শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,কামারখোলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক,বাংলাদেশ সনাতন মৈত্রী সংঘ -খুলনা জেলা কমিটির সভাপতি সহ অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত শিক্ষক প্রসেজিৎ রায়,সাবেক চেয়ারম্যান সমাজসেবক ঊমাশংকর রায়,সাবেক চেয়ারম্যান সমাজসেবক দীপঙ্কর রায় সহ আরো ২/৩ জনের নাম জানা যাচ্ছে। যার মধ্যে একজন পাখা মার্কা নিয়ে নির্বাচনী লড়াই এ নামতে চায় বলে জানা গেছে। এলাকায় একটি বিষয় বেশ জোরেসোরে আলোচনা চলছে সেটা হলো নৌকা পেলেই কি সে জিতে যাবে নাকি নিরপেক্ষ ভোট হবে,জনপ্রিয় প্রার্থী জিতে যাবে। চালনা পৌরসভা নির্বাচনের পর থেকেই
এমন সব আলোচনা বেশিই হচ্ছে দাকোপ উপজেলার সর্বত্রই।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest