দাকোপের রাজনীতি নিয়ে খুলনা প্রেসক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২১

গোলাম মোস্তফা খান, খুলনা।
দা’কোপ উপজেলা আওয়ামীলীগের গ্রুপিং দীর্ঘ দিনের। যে কোন নির্বাচন আসলেই তা প্রকট আকার ধারন করে।দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন ১ম ধাপেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।এখন চলছে নৌকা প্রতিক পাওয়ার দৌড়ঝাপ,যে নৌকা পায় মনে করা হয়ে সেই বেশি ক্ষমতাধর।এমনি সবাই বিষয় নিয়ে লাউডোব ইউনিয়নের সাধারন সম্পাদক ও সভাপতি গতকাল ও আজ পাল্টাপাল্টি সংবাদ সংবাদ সম্মেলন করেছেন।


সাধারন সম্পাদক নিহার রের বক্তব্য কোন নিয়ম না মেনে উপজেলার সভাপতির পরিকল্পনায় মাত্র ১৮/২০ জন কমিটির লোক নিয়ে তপন রায় রেজুলেশন করে মনোনয়নের প্যানেল তৈরি করেছে। আর আজ তপন রায় সংবাদ সম্মেলনে তাদের অভিযোগ মিথ্যা বলে বলেছেন গঠনতন্ত্র মোতাবেক লোকজনের উপস্থিতি ও তাদের সাক্ষর নিয়ে প্যানেল তৈরি করেছি। জনপ্রিয় চেয়ারম্যান সরজিত রায়কে ১ নং এ রেখেছি। এখন কেন্দ্র যাকে দেয় আমরা সেটাই মেনে নেবো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest