ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২১
এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।
নাটোরের লালপুরে দোকানের বেড়া কেটে চুরির সময় হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে চোরকে পুলিশে দিল জনতা।
সোমবার ৮ মার্চ মাঝরাতে উপজেলার মোহরকয়া গ্রামে এঘটনা ঘটে।
লালপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,
সোমবার মধ্যরাতে উপজেলার মোহরকয়া গ্রামে রাকিবের মুদী দোকানের বেড়া কেটে চুরির সময় টের পেয়ে যায় প্রতিবেশীরা । তাদের চিৎকার চেঁচামেচিতে জড়ো হয়ে দোকান ঘিরে ফেলে এলাকা বাসি। এসময় পালানোর চেষ্টা করলে দুই চোরকে হাতেনাতে ধরে ফেলে জনতা। আটকের পর ওই দুই চোর ব্যাপক গণপিটুনীর স্বীকার হয়। পুলিশ খবর পেয়ে চোরদের উদ্ধার করে লালপুর হাসপাতালে ভর্তি করে। আটককৃতরা হলো লালপুর উপজেলার বিশম্বপুর গ্রামের আলাউদ্দিনের দুই ছেলে রমজান ও রুহুল আমিন। তাদের অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস ইসলাম, নাটোর
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST