ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২১
যশোর অফিসঃ যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ১০ পিস সোনার বার (এক কেজি ১’শ ৬৩ গ্রাম ওজনের) আব্দুল ওহাব (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার বিকালে তাকে আটক করে বিজিবি সদস্যরা।
আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা টহল জোরদার করে। পরে, সন্দেহজনকভাবে
এক ইজিবাইকে অভিযান চালান হয়। এবং ওই ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে ১০ পিস সোনার বার (এক কেজি ১’শ ৬৩ গ্রাম ওজনের) পাওয়া যায়।
যার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীর নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST