ঢাকা ৩১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১
চৌধুরী নুপুর নাহার তাজ
বিশেষ প্রতিনিধি
দিনাজপুরের খানসামার ৬টি ইউনিয়নে কর্মরত ৬০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। ১০ মার্চ বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম এসব সাইকেল, ইউনিফরম, জুতা এবং ব্যাগ বিতরণ করেন।
সাইকেল বিতরনের সময় খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম দফাদার ও চৌকিদারদের খোঁজখবর নেন। তিনি তাদের কাজের জন্য উৎসাহ প্রদান করেন। বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানতে চান। সাইকেল বিতরনের সময় দফাদার ও চৌকিদারদের মাঝে আনন্দ উচ্ছাস দেখা যায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST