দাকোপে যারা চেয়ারম্যান মনোনয়ন পেতে আশাবাদি।

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২১

দাকোপে যারা চেয়ারম্যান মনোনয়ন পেতে আশাবাদি।

গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনার দাকোপ উপজেলার ৯টি ইউনিয়নে আগামী ১১ এপ্রিল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ টি ইউনিয়নের মনোনয়ন পেতে ইচ্ছুক বর্তমান ও নতুন মুখ মিলিয়ে ৪০ জনের বেশি মনোনয়ন পেতে দলীয় ফরম কিনে পুরন করে ধানমন্ডি ৩ নং অফিসে জমা দিয়ে জোর তদবিরে নেমে পড়েছেন। দাকোপ ইউনিয়ন থেকে বর্তমান ও সাবেক চেয়ারম্যান,সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামীলীগনেতা বিনয় কৃষ্ণ রায় ও সাবেক চেয়ারম্যান সনজয় মোড়ল, পানখালি ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান শেখ আঃ কাদের, গোলাম হোসেন,স্বপন রায়, তিলডাংগা থেকে বর্তমান চেয়ারম্যান রনজিত মন্ডল,এ্যাডঃ মধুসুধন,জয়ন্ত্রী রাণী সরদার,গাজি জালাল উদ্দিন,সেলিম হোসেন
বাজুয়া থেকে সাবেক ২ ছাত্রনেতা ও আওয়ামীলীগনেতা মানস রায়,সাইফুল ইসলাম টুটুল,যুবলীগের বিধান বিশ্বাস ও সুভেন রায়,লাউডোব থেকে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগনেতা সরজিত রায়,সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা শেখ যুবরাজ,বানিশান্তা ইউনিয়ন থেকে প্রবিন আওয়ামীলীগনেতা সুধাংশু বৈদ্য,বর্তমান চেয়ারম্যান সুদের রায়,বিনয় কৃষ্ণ সরদার,কৈলাশগঞ্জ ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মিহির মন্ডল,শিক্ষক আশিষ মন্ডল,কামারখোলা ইুনিয়নের বর্তমান চেযারম্যান সাবেক ছাত্রনেতা, তুখোড় বক্তা পঞ্চানন মন্ডল,সাবেক চেয়ারম্যান সমরেশ রায়,উমাশংকর রায়,সমাজসেবক শিক্ষক প্রসেনজিৎ রায়,সুতারখালী ইউনিয়ন থেকে বর্তমান চেযারম্যান মাসুম আলি ফকির,গাজি শাহাবুদ্দিন,তাপস জোযাদ্দার, জুলফিকার জুলু,আশরাফ হোসেন সহ ৯ ইউনিয়ন থেকে আরো ৪/৫ জন।
এদের মধ্যে বিনয় কৃষ্ণ রায়,আব্দুল কাদের,পঞ্চানন মন্ডল, বিধান বিশ্বাস,সুদেব রায় এনারা সকলেই মনোনয়ন পাওয়ার বিষয় শতভাগ আশাবাদি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest