ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২১
গোলাম মোস্তফা খান,খুলনা।
খুলনা জেলার দাকোপ সদর চালনা পৌরসভার নির্বাচনের পর এখন ৯ টি ইউনিয়নের দলীয় মনোনয়ন চূড়ান্তের পরে এখন চলছে,শত শত প্রার্থীদের মনোনয়নপত্র জমা মিছিলের পরে মিছিলের আমেজ উৎসব। আজ ৯ ইউনিয়নের অধিকাংশ মেম্বর ও কয়েকজন চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে দাকোপ উপজেলা সদরে একই সময়ে জমায়েত হলে লোকেলোকারণ্য হয়ে এক উৎসবের শহরে পরিনিত হয়। হোটেলে হোটেলে ধুম পড়ে মিষ্টি ও গোসভাত খাওয়ার, শেষ অবদি কোন হোটেলে কোন খাবার অবশিষ্ঠ ছিলনা। এদিকে চেযারম্যান প্রার্থীদের মধ্যে যিনি যিনি দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হচ্ছেন বিনয় কৃষ্ণ রায়,শেখ আব্দুল কাদের,সাবেক ছাত্রনেতা ও জিএস শেখ যুবরাজ,সাবেক ছাত্রনেতা পঞ্চানন মন্ডল,সুদেব রায়,মিহির মন্ডল,মানস রায়,মাসুম আলি ফকির ও রনজিত মন্ডল। এদের কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও আবারও মনোনয়ন পেল। এদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও সাবেক ভিপি মানস রায় একমাত্র নতুন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST