জেলা প্রশাস‌কের নি‌র্দে‌শে নমুনা সংগ্রহ করে ছে‌ড়ে দেওয়া হলো ১৭ পাস‌পোর্ট যাত্রী‌কে l

প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১

জেলা প্রশাস‌কের নি‌র্দে‌শে নমুনা সংগ্রহ করে  ছে‌ড়ে দেওয়া হলো ১৭ পাস‌পোর্ট যাত্রী‌কে l

এসএম স্বপন(যশোর)অফিসঃ সরকারী নি‌র্দেশনা অনুযায়ী ভারত ফেরত ১৭ জন পাস‌পোর্ট যাত্রী‌কে প্রা‌তিষ্ঠা‌নিক কোয়া‌রেন্টাইন রাখা হ‌য়ে‌ছিল।
বৃহস্প‌তিবার ভারত থে‌কে আসা এসব পাসপোর্টযাত্রী‌দের ভরতীয় ক‌রোনা সন‌দে এ‌ন্টি‌জেন ও রে‌পিড এ‌ন্টি‌জেন লেখা‌ ছিল, সরকারী প‌রিপত্র অনুযায়ী বেনা‌পোল চেক‌পোস্ট ই‌মি‌গ্রেশন ও স্বাস্থ্য বিভাগ বিকাল ৫ টায় তা‌দের বেনা‌পোল বি‌য়েবা‌ড়ি ক‌মিউ‌নি‌টি সেন্টা‌রে ১৪ দিন কোয়া‌রেন্টাই‌নে থাকার জন্য পাঠায়।

‌চেক‌পোস্ট স্বাস্থ্য বিভা‌গের ডাক্তার উৎপলা বিশ্বাস ব‌লেন, সরকারী সীদ্ধান্ত অনুযায়ী ভারত ফেরত ১৭ যাত্রীকে উপ‌জেলা প্রশাস‌নের সহায়তায় কোয়া‌রেন্টাই‌নে পাঠা‌নো হয়। ত‌বে যা‌দের রি‌পোর্ট পি‌সিআর, আর‌পিপি‌সিআর লেখা আ‌ছে তারা নিজ নিজ বা‌ড়ি‌তে যে‌তে পার‌বে।

ই‌মি‌গ্রেশন ও‌সি আহসান হা‌বিব ব‌লেন, আবার সীদ্ধান্ত এ‌সে‌ছে কোয়া‌রেন্টাইন থে‌কে নমুনা সংগ্রহ ক‌রে যাত্রী‌দের ছে‌ড়ে দেওয়া হ‌বে তাদের নিজ বা‌ড়িতে যে‌তে।

শার্শা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউছুপ আলী ব‌লেন, সন্ধ্যা সা‌ড়ে ৭টার সময় জেলা প্রশাস‌কের নি‌র্দেশ অনুযায়ী যাত্রী‌দের নমুনা ও ঠিকানা রে‌খে ছে‌ড়ে দেওয়া হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest