দাকোপে তরমুজের পাশাপাশি বোরধানের বাম্পার ফলন হতে পারে।

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৬, ২০২১

দাকোপে তরমুজের পাশাপাশি বোরধানের বাম্পার ফলন হতে পারে।

গোলাম মোস্তফা খান।
খুলনা জেলার দাকোপ উপজেলাধীন বাজুয়া ইউনিয়নের পূর্ব বাজুয়া (বেড়ের খাল)গ্রামের আবুব্কর ছিদ্দীকের বোরো ধান এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে!

সকলে তরমুজ লাগালেও আবু বক্কর সিদ্দিকি কিছু জমিতে চাষ করেছে বোরোধান,দিনরাত তিনি পরিচর্যা করেন বোরোধানের। ধান এত সুন্দর হয়েছে দেখলে মন জুড়ায়।প্রাকৃতিক দুর্যোগে যদি ফসলের ক্ষতি না হয় তাহলে এলাকাবাসীর অনুমান ৩৩ শতকের বিঘায় ৩০/৩৫ মন ধান হবে। দক্ষিণ অঞ্চলে এত ভালো বোরো ধান হতে পরে তা এলাকাবাসীর জানা ছিলনা।আগামীতে বোরো ধানের চাষ ব্যাপক ভাবে বৃদ্ধি পাবে বলে এলাকায় গুনজন শুরু হয়েছে।বোরো ধান চাষের ব্যাপারে অত্র এলাকাবাসী উপজেলা কৃষি কর্মকর্তার সহযোগিতা কামনা করছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest