খাবার টেবিলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন l

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১

খাবার টেবিলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন l

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি :
তেঁতুলিয়ায় ছোট ভাই মো:ফিরোজ (৩২) এর ছুরির আঘাতে বড় ভাই রবিউল (৪২) খুন হয়েছেন। মঙ্গলবার ( ৬ এপ্রিল ) রাত ১১ ঘটিকার সময়ে তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের লালগছ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম ও অভিযুক্ত মো:ফিরোজ হোসেন একই গ্রামের মো:সেরাফত আলীর ছেলে। পরিবার সুত্রে জানা যায়,গত মঙ্গলবার রাতে পঞ্চগড় থেকে গ্রামের বাড়ি আসে নিহত রবিউল ইসলাম। তার মা বাইরের টেবিলে ভাত খায়তে দেয়, তার ছোট ফিরোজ হোসেন পিছন দিয়ে আসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মাথায় ও গলায় আঘাত করলে তাৎক্ষনিক বাসায় মৃত্য বরণ করেন।স্থানীয়রা তার পরেও পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান,তিনি আসার আগে মৃত্যু বরণ করেন। নিহত রবিউলের মা জানান,গত ২ বছর আগে কয়েক শতক জমি তার বাবা ছোট ভাই ফিরোজের নামে লিখে দিতে যান, কিন্তু নিহত রবিউল বাধা করাই। জমিটি নিতে পারেনি ছোট ভাই । সেই রাগে রবিউলকে হত্যা করে। তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া এই হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। ওসি মো:আবু ছায়েম মিয়া জানান ,ছুরি আঘাতে রবিউল নামের এক যুবক নিহত হয়েছেন। এখনো এই হত্যাকাণ্ডের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন থেকে ভাই ভাইয়ের মধ্যে জমিজায়গা নিয়ে ঝগড়া-ফেসাদ হয়ে আসছিল। বিরোধের জের ধরে ছোট ভাই মো:ফিরোজের ছুরির আঘাতে রবিউল নিহত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এই খুনের ঘটনায় হত্যা মামলার দায়ের প্রস্তুতি চলছে।তাকে গ্রেফতার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest