দাকোপে তরমুজে বিক্রির প্রথম খবরটি নিয়ে রিতীমত হৈচৈ।

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১

দাকোপে তরমুজে বিক্রির প্রথম খবরটি নিয়ে রিতীমত হৈচৈ।

গোলাম মোস্তফা খান,দাকোপ
দীর্ঘকাল যাবৎ দেশের সেরা তরমুজ উৎপাদিত হয় খুলনার দাকোপে।অনাবৃষ্টি আর পানির অভাবের কারনে তরমুজ চাষ নিয়ে কৃষককুলের যখন মনমরা ঠিক তখন আজ শনিবার দাকোপের চুনকুড়ি গ্রামের জয়পল্লব ৩বিঘা জমির তরমুজ ৩ লক্ষ টাকায় বিক্রি করে রিতীমত সাড়া ফেলে দিয়েছে এলাকায়,খবরটি জেনে অনেক কৃষক একটু নড়েচড়ে বসছে।


প্রতিবেশি বিধান চন্দ্র জানান কাছেই পানি ছিল সবসময় তাই অতিকষ্টে সেচ দিয়ে জয়পল্লব একটু আগাম রোয়া তরমুজ বেশ ভালই হয়েছে আর এখন চাহিদাও অনেক বেশি।তাই সে ৩ বিঘা ৩ লক্ষ টাকায় বিক্রি করে দেয়।ক্ষেত বিক্রির পরপরই অন্য পার্টি এসে মুল্য ৪ লক্ষ টাকা হাকায়। এত চড়া মুল্যে বিঘা বিক্রি এই প্রথম। মানুষ বৃষ্টির পানির জন্য পাগল হয়ে গেছে, এখন আশা আছে বৃষ্টি হলে দাকোপে এবার কোটি কোটি টাকার রেকর্ড পরিমান তরমুজ বিক্রি করতে পারবে চাষিরা। মাঠের দিকে তাকিয়ে আছে চাষি,ব্যবসায়ী,দালাল সহ হাজার হাজার মানুষ ১০/১৫ দিন বাদেই মহাযজ্ঞ শুরু হবে দাকোপে তরমুজ নিয়ে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest