নাটোরে সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন l

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

নাটোরে সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন l

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের বাগাতিপাড়ায় বহিরাগত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছে গ্রামবাসী।

রোববার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বাজিতপুর পূর্বপাড়া গ্রামের গ্রামবাসী এই মানববন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসীরা বলেন, গত ৭ এপ্রিল দুলাল প্রামানিকের ঝাড়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুলালের প্রতিবেশি আব্দুর রশিদের সাথে কথা কাটাকাটি হয়। এর জেরে ওই দিন রাত ৯ টার দিকে রশিদের আত্মীয় স্বজন ও বহিরাগত সন্ত্রাসীরা ৮/৯ টি মোটর সাইকেল যোগে ২৪/২৫ জন সন্ত্রাসী দেশী বিদেশী অস্ত্র নিয়ে দুলালের বাড়িতে চড়াও হয়ে হুমকি ধামকি দেয়।

সে সময় দুলালকে বাড়িতে না পেয়ে তার ভাইকে কুপিয়ে আহত করে। এ সময় কয়েকজন নারীও হামলার শিকার হয়। পরে তারা দুলালের ঘরে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় ও বাড়ি ঘরে ভাংচুর করে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এনিয়ে থানায় অভিযোগ হলেও মামলা রেকর্ড হয়নি ও কোন আসামি গ্রেফতার না হওয়ায় হামলাকারীরা আবারও হুমকি দিচ্ছে। তাই জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন দুলাল ও তার স্বজনরা। বহিরাগত সন্ত্রাসীরা রাতের আধারে গ্রামে ঢুকে যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তার বিচার দাবি করেন ওই গ্রামের সাধারণ মানুষ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest