মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল লতিফ চাটগামীর আকুল আবেদন।

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুল লতিফ চাটগামীর আকুল আবেদন।

খোলা চিঠি:

সাব্বির হোসেন সাকিব, ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি

বরাবর,
মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অত্যন্ত ভারাক্রান্ত মননিয়ে আপনার সমীপে একটি আবেদন রাখতে চাই যে কোভিড ১৯ মহামারীতে আজ পুরা বিশ্ব পর্যদুস্ত, মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে সমস্ত মানুষের অসহায়ত্ব সূর্যের ন্যায় ফুটে উঠেছে। আপনি আপনার দেশের জনগোষ্ঠীকে এই বৈশ্বিক মহামারী হতে রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা পুরাবিশ্বে প্রশংসিত। আপনার দেশের নগণ্য একজন নাগরিক হিসেবে প্রস্তাব রাখতে চাই ”আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ’র শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে জাতীয় ভাবে আপনার তত্ত্বাবধানে একটা “খতমে সহিহ বুখারী শরিফের” আয়োজন করলে খুব ভালো হবে মনে করি। যার উসিলায় “মহামারী করোনা” বাংলাদেশের জনপদ হতে ইনশায়াল্লাহ চলে যাবে।
অতীতে অনেক রাজা-বাদশা জাতীয় বিপর্যয়ে যুগের শ্রেষ্ঠ আলেম-ওলামাদের নিয়ে “খতমে সহিহ বুখারী শরিফের” ব্যবস্থা করেছেন সাথে সাথে ভালো সুফল ও পেয়েছেন।
সুতরাং আপনার কাছে নিবেদন আমার প্রস্তাবটা আমলে নিয়ে বাস্তবায়ন করলে মহান আল্লাহর পক্ষ হতে আপনার উপর,আমাদের দেশের উপর, জনগনের উপর রহমত বর্ষণ হবে ইনশায়াল্লাহ।
বিষয়টি বিবেচনাধীন রাখার জন্য আবেদন করছি।
ভুলত্রুটিতে ক্ষমা চেয়ে নিচ্ছি।

সালামান্তে
হাফেজ মাওলানা সৈয়দ মু্হাম্মদ আবদুল লতিফ চাটগামী
সভাপতি,আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ
নাজিরহাট পৌরসভা, ফটিকছড়ি চট্টগ্রাম।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest