লালপুরে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এমপি বকুল

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১

লালপুরে মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন, এমপি বকুল

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুর উপজেলা পাইকপাড়া দাখিল মাদ্রাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল ) দুপুরে আজিজুল আলম মক্কেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত একাডেমিক ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল,আলাউদ্দিন আলাল, নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি ও লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাওছার, সদস্য ফিরোজ আল হক ভূইঁয়া,প্রকৌশলী সেলিম রেজা, গোপালপুর পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লুলু, লালপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, কদিমচিলান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শফিকুল ইসলাম,ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী, লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।


মুজিব বর্ষ

Pin It on Pinterest