হরিপুরে ‘কষ্টি’ পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১

হরিপুরে ‘কষ্টি’ পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

মোঃ মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের মাটি খনন করতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি পাওয়া গেছে।

হরিপুর উপজেলার ২ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জামুন কুমারপাড়া গ্রামের পূর্বপাশ্বে আগুন গোয়া পুকুরের মাটি খনন করে৷ পাশ্ববতি ইট ভাটায় মাটি নিয়ে যায়৷ট্রলির মাটিতে দেখতে পায় মূর্তিটি ৷পরে তারা থানা পুলিশ কে খবর দেয়৷
পুকুর মালিক জগেন বলেন,আমি শুনেছি মাটি খননের সময় মুর্তিটি পায়৷তরে সেটি থানা পুলিশের কাছে জমা দেয়া হবে৷

স্থানীয় ইউপি চেয়ারম্যান পাভেল তালুকদার বলেন, মাটি খননের সময় ওই মূর্তি পাওয়া গেলে পুলিশকে আমি জানাই। তারা মূর্তি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানায় যে,গতকাল বুধবার পুকুরে ইটভাটার মাটি খননের সময় মূর্তিটি আগুন খোয়া পুকুর থেকে হবিবর রহমানের ইটভাটার মাটির সাথে চলে আসে।বৃহস্পতিবারে বিষয়টি জানাজানি হয়৷

হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আওরঙ্গজেবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,আমরা খবর পেয়েছি,ঘটনা স্থলে যাচ্ছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest