আজ ক্রিকেটার শাহরিয়ার নাফিসের ৩৬ তম শুভ জন্মদিন

প্রকাশিত: ১১:৩৮ পূর্বাহ্ণ, মে ১, ২০২১

আজ ক্রিকেটার  শাহরিয়ার নাফিসের ৩৬ তম শুভ জন্মদিন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

১ মে ১৯৮৫ আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেছেন শাহরিয়ার নাফিস। আজ তার ৩৬ তম শুভ জন্মদিন।

বাংলাদেশ ক্রিকেট থেকে নষ্ট হয়ে যাওয়া এক মূল্যবান রত্ন শাহরিয়ার নাফিস। বর্তমান বাংলাদেশ দলে সৌম্য সরকার, লিটন দাসের মত স্টাইলিশ এবং ক্লাসিক্যাল ব্যাটসম্যান রয়েছে। কিন্তু আজ থেকে এক যুগ আগে স্টাইলিশ ওপেনার হিসাবে শাহরিয়ার নাফিস এর নামটাই আগে আসত। মোহাম্মদ আশরাফুল বাংলার প্রথম সুপারস্টার।শাহরিয়ার নাফিস ছিল তার সহযোদ্ধা।

কিন্তু ২০১১ সাল থেকে ওয়ানডে ক্রিকেটে আর ফেরা হয়নি তার। ২০১৩ সালে খেলেছেন শেষ টেস্ট । তারপর থেকে হাজার বার নক করেও খুলতে পারে নি জাতীয় দলের দরজা। কেননা কাঠের চশমা পরা থাকলে সবকিছু একই মনে হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ঐতিহ্য আছে, কেউ একবার বাদ পরলে তাকে পুনরায় দলে নেওয়া অপরাধ। সেই অপরাধের কবলে পরেছেন বাংলাদেশের অনেক উদীয়মান ক্রিকেটার। শাহরিয়ার নাফিস তাদের মধ্যে অন্যতম।

বর্তমানে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবির) সদস্য হয়ে কাজ করছে। ক্রিকেট অপারেসন্স কমিটির ম্যানেজার হিসাবে রয়েছেন তিনি। আসা করি নিজের ক্রিকেট মস্তিষ্কের পুরোটা দিয়ে বাংলাদেশ ক্রিকেট দলটাকে এগিয়ে নিয়ে যাবেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারঃ
ম্যাচ ১০০,রান ৩৪৯৩,
সেঞ্চুরি ৫,হাফ সেঞ্চুরি করেছেন ২০টি।

জন্মদিনে শুভকামনা ও ভালোবাসা রইলো শাহরিয়ার নাফিসকে আলোকিত সময় পরিবারের পক্ষ থেকে।


alokito tv

Pin It on Pinterest