সাকিবের পরকীয়া প্রেমের গুঞ্জন, যা বললেন স্ত্রী শিশির

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪

সাকিবের পরকীয়া প্রেমের গুঞ্জন, যা বললেন স্ত্রী শিশির

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহই আলোচনায় আসছে বিভিন্ন ধরনের খবর। কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকেই নীরব ছিলেন দেশের ক্রিকেটের সবথেকে বড় তারকা সাকিব আল হাসান। ফলে তাকে ভক্তদের তোপের মুখেও পড়তে হয়েছে। এদিকে বুধবার (১৪ আগস্ট) রাতে সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে চাউর হয় নতুন গুঞ্জন। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্ক এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী উম্মে আহমেদ শিশির।

 

সাকিব ও তিন সন্তানসহ একটি পারিবারিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে, এর ক্যাপশনের শিশির লিখেন, ‘তার (সাকিবের) কর্মজীবন এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে। আমি এটা অস্বীকার করব না, যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে! আপনি যদি চান তার সমালোচনা করুন! তবে দয়া করে এটি (সমালোচনা) আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না’

 

স্ট্যাটাসের এ পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন, ‘তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আর্দশ বাবা। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনও করেনি। এমন কী আমার পাশে দাঁড়ানোর জন্য একবার বরখাস্তও হয়েছিলেন। আমি সবসময় তার আউটিং (বাইরে থাকা) সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময় আমি তার সাথে থাকি। ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি। তিনি একশতে একশ পাওয়ার যোগ্য। আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে, আলহামদুলিল্লাহ!’

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ করে সাকিব পত্নী স্ট্যাটাসে লিখেন, ‘দয়া করে এ অনলাইন গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা হয় লেখা তা সবসময় বিশ্বাস করবেন না। এই কাট এন পেস্ট ছবিগুলো পুরো গল্পটি বলে না। যারা এটি করছেন, তাদের কাছে আমি একটি কথাই বলবো, এ সব করে আপনাদের কিছুই লাভ হবে না!’

এ পর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কেন স্ট্যাটাস দিয়েছেন তারও ব্যাখ্যা দেন শিশির, ‘আমি আমার ব্যক্তিগত জীবন কথা বলতে পছন্দ করি না। আমি চুপ করে থাকতে চেয়েছিলাম। কারণ সত্য আমার মধ্যে রয়েছে। তবে অপ্রয়োজনীয় কল পাওয়ায়, আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম!’

 

বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছে সাকিব। এ প্রসঙ্গে শিশির লিখেছেন, ‘তার এখন পাকিস্তান সিরিজে মনোনিবেশ করার প্রয়োজন। আর আমি আমাদের পরিবারের দিকে মনোনিবেশ করি। আমরা সবসময় একটি দল ছিলাম এবং ইনশা আল্লাহ একটি দল হিসাবে থাকব।’

সবশেষ বিশেষ দ্রষ্টব্যে শিশির লিখেছেন, ‘আমি আমার কোনও পোস্ট বা ছবি ডিলেট করেনি। আমি সেগুলো কেবল ব্যক্তিগত করেছি। ছবির পোস্টগুলো, আমাদের কোনও সম্পর্কের ন্যায্যতা দেয় না! আপনাকে ধন্যবাদ।’

এরআগে, বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশিরের সঙ্গে সাকিবের বিবাহবিচ্ছেদের গুজব। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে সাকিবের একটি ভিডিও ভাইরাল হয়। এ ছাড়া সাকিবের হোটেলজীবন নিয়ে ভিডিওবার্তা দেন এক তরুণী। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে উধাও হয় যায় শিশিরের পোস্ট। আবার গুঞ্জন ওঠে একে অপরকে আনফলো করার। গুজব ছড়ানোর কয়েকঘণ্টার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সবকিছু পরিস্কার করলেন সাকিব পত্নী শিশির।

 


alokito tv

Pin It on Pinterest