ঢাকা ২৪ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ পূর্বাহ্ণ, মে ২৩, ২০২২
সাগর হোসাইন বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক ও বালিকা অনুর্ধ-১৭ এর উদ্বোধন করা হয়েছে।
বদলগাছী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শনিবার বিকাল ৩টায় আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।উদ্বোধনী অনুষ্ঠানে ২ টিমে ৪টি দল অংশ গ্রহন করে।
প্রথমে পাহাড়পুর ইউপি বনাম মথুরাপুর ইউপি ও আধাইপুর ইউপি বনাম কোলা ইউপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম জামান পিন্টু, রজতকান্ত গোস্বামী, মনিরুল ইসলাম সাজু, বাবর আলী প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST